© আজকের বিষয় ঃ মা হারানোর একটি ছেলের সত্য গল্প, সবার চোখে জল চলে আসবে।
- সবার তো মা আছে, কিন্তু এই ভালোবাসার মা যে, চিরদিন থাকবে না। আমারা তাই সবাই জানি কারণ, আল্লাহর এই সৃষ্টি কূলে যা সৃষ্টি হয়েছে, সব কিছুরেই মৃত্যু ঘটবে।
- যাইহোক চলুন সত্য গল্প টা পড়ি।
![]() |
মা হারানোর একটি ছেলের সত্য গল্প, সবার চোখে জল চলে আসবে। |
গল্প ঃ বাবা ও ছেলে
বাবা ও মায়ের সংসারে অনেক দিন পর, তাদের ঘর উজ্জ্বল করে একটি পুত্র সন্তান এর জন্ম হয়। কিন্তু ছেলে টার যখন ৮ বছর বয়স তখন তার মা থাকে ছেরে দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু এমতাব্সথায় ছেলে খুব একা হয়ে গেলে, ছেলে কে সময় দেওয়ার মত কেউ রইলো না। কারণ ছেলের বাবা একটা চাকুরী করে যার ফলে থাকে বেশী সময় দিতে পারে না। তার বাবা চিন্তুা করল যে তার একটি মায়ের দরকার, আমার ছেলে কে লালন - পালন করার জন্য একটি মায়ের খুব দরকার। এই জন্য তার বাবা একটি নতুন বিয়ে করেন। বাবার মনে হচ্ছে তার সন্তান এখন ভালো আছেন।
বাবার বিয়ের কয়েক দিন পর ঃ বাবার বিয়ের কিছু দিন পর বাবা তার সন্তান কে ডাকল, বাবা একটু এই দিকে আসবা। ছেলে বললো বলো বাবা, তোমার নতুুন মা কেমন। ছেলে বললো ভালো বাবা। এখন বলো তো তোমার নতুন মা ভালো নাকি, আগের মা ভালো।
ছেলে বললো বাবা নতুন মা সত্যবাদি আর আমার ছিল একটা মিথ্যাবাদী। তখন বাবা বললো যে মা তোমাকে জন্ম দিলো, সেই মাকে তুমি মিথ্যাবাদী বললা যে মা তোমাকে জন্ম দিলো না, সেই মা তোমার কাছে সত্যবাদি।
বাবা বললো কেন বাবা নতুন মা তোমার কাছে সত্যবাদি আর তোমার গর্বধারানি মা মিথ্যবাদি কেন? ছেলে বললো বাবা। আমার গর্বধারানি মা যখন আমাকে খাবার খাওয়াতেন, যখন দুষ্টামি করতাম খাবার না খেতে চায়তাম। তখন মা রাগ করে বলতো এখন খাইলে আজকে সারাদিন তরে, আর খাইতে দিবো না। তার পর ও আমি খাবার না খেয়েই খেলতে চলে যাইতাম। কিন্তু বাবা বিশ্বাস করো, ১ ঘন্টা না যাইতেই মা আমাকে আমাদের পুরো গ্রামটা খুজেঁ বের করে খাবার খাইয়ে দিতেন। মা বলতো বাবা না বাবা না খাবার খেয়ে তারপরে খেলতে যাও।
আর বাবা জানো আমার নতুন মা, যখন আমাকে খাবার দিতেন। যখন আমি খাবার খাইতে চায়তাম না। যখন দুষ্টামি করতাম। তখন নতুন মা রাগ করে, আমাকে বলেছিল এখন খাবার না খাইলে। তরে আর আমি খায়াবো না। কিন্তু বাবা বিশ্বাস করো। আজ ৩দিন হলো আমি না খেয়েই আছি। আমাকে কেউ আর মুখে তুলে বাবা বাবা বলে খাইয়ে দেই না।
© আশা করি গল্পটা ভালো লেগেছে।
বিঃদ্রঃ - আপনাদের যদি কোন সত্য ঘটনা থাকে, এবং আর যারা গল্প লিখতে পছন্দ করেন। আমাদের কাছে আপনার গল্প পাঠাতে পারেন। আমরা আপনার গল্প গুলো আমাদের ওয়েব সাইটে আপনার ছবি সহ পোস্ট করবো।
ধন্যবাদ
ReplyDelete