Image 1 Image 2 Image 3 Image 4
আপনার ব্লগে সর্বমোট কতটি পোস্ট আছে তা যুক্ত করুন -->

আপনার ব্লগে সর্বমোট কতটি পোস্ট আছে তা যুক্ত করুন

বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।

টিউটোরিয়ালের বিষয় ঃ আপনার ব্লগে সর্বমোট কতটি পোস্ট আছে তা যুক্ত করুন।

  • এই সিস্টেমের মাধ্যমে আপনি, আপনার ভিজিটর দেখতে পারবে আপনার সুন্দর সাইটিতে কত গুলো পোস্ট করা হয়েছে। 
আপনার ব্লগে সর্বমোট কতটি পোস্ট আছে তা যুক্ত করুন 

© চলুন নিয়ম টা দেখে নিই 




  • প্রথমে আপনার ব্লগে Login করুন।





  • তারপর dasboardথেকে

    EDIT HTML এ ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি কোডিং বক্স আসবে, এখানে আপনি প্রচুুর কোড দেখতে পাবেন। আপনি এই গুলো দেখে গাবরাবেন না। আপনি এই বক্সে এর যেকোন জায়গায় ক্লিক করুন।





  • ক্লিক করার পর আপনার কিবোর্ড থেকে CRTL+F  চাপ দিন, তারপর আপনার কোডিং বক্স এর ডান পাশে, একটা সার্চ দেখতে পাবেন। 





  • এখন ওই সার্চ বক্সে head অপশানটি খুুজুন।



    • এই অপশানটি পাওয়া গেলে ঠিক তার উপরে নিচের কোডটি Pasteকরে দিন। 
    <script type='text/javascript'>
    //<![CDATA[
    function getposts(json){
    var totalposts=json.feed.openSearch$totalResults.$t;
    document.write('<div class="totalposts"><span class="totalnumber">'+totalposts+'</span><span class="totallabel">Posts</span></div>');
    }
    //]]></script>

     © এবার একি ভাবে ]]</b:skin> এই ট্যাগটি খুজেঁ বের করুন। তারপর নিচের কোডটি এই ট্যাগের ঠিক উপরে Paste করে দিন।

    totalposts{
      background:#eee;
      color:#222;
      padding:10px 15px;
      display:inline-block;
      box-shadow:0 1px 1px rgba(0,0,0,0.2);
      text-align:center;
    }
    .totalposts .totalnumber{
        font:700 18px 'open sans','Segoe Ui',sans-serif;
      display:block;
    }
    .totalposts .totallabel{
      display:block;
      font:700 12px 'open sans','Segoe Ui',sans-serif;
      color:#00bfff;
    }

    ©  উপরে কোড থেকে আপনি চাইলে কিছু পরির্বতন করতে পারেন। যেমন কালার কোড তা আপনি আপনার মন মত কালার তা পরির্বতন করতে পারেন।


    • ফাইনাল কাজ এবার এখানে। উপরের কোড বসানে হয়ে গেলে আপনি Save Template দিয়ে বের হয়ে আসেন।
    • এখন Layout থেকে

      Add a Gadget ক্লিক করার

      পর, একটি বক্স আসবে,,,,,এই Content
      বক্সে আপনি নিচের কোড দিয়ে Submit ক্লিক করে দিন।
    <script src="http://www.akrambd26.Blogspot.Com/feeds/posts/default?alt=json-in-script&callback=getposts"></script>

    © আমাদের সাইটের URL টা পরিবর্তন করে, আপনার সাইটের লিংক দিন।
    • ব্যাস কাজ শেষ।
    • দেখুন আপনার সাইটে Total Posts অপশানটি যোগ হয়ে গিয়েছে।
    © আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। 

    Newer Next Posts

    Related Posts

    Facebook

    Image 1 Image 2 Image 3 Image 4