-->

পাচঁ ওয়াক্ত নামায পড়লে আমাদের যে উন্নতি হবে সবার জানা দরকার

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন।

© আজকের বিষয়ঃ পাচঁ ওয়াক্ত নামায পড়লে, আমাদের যে উন্নতি হবে সবার জানা দরকার। 

  • আমরা যারা মুসলিম হিসেবে জন্ম গ্রহন করেছি, মুসলিম হিসেবে আমরা গর্বিত।
  • কারণ ইসলাম হলো একটি শান্তির ধর্ম।
  • আর বিষয় হলো নামায, মুসলিম হিসেবে নামায আমাদের বাধ্যতামূলক। নামায কিভাবে পড়তে হবে আমাদের আল্লাহর রাসূল প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (সঃ) শিখিয়ে গিয়েছেন।
  • এমন একজন  দয়াল নবীজি পেয়ে আমরা অনেক ধন্য। অন্য ধর্মাল্বী যারা আছেন আমাদের নবীজি (সঃ) জীবনী জানতে গুগলে সার্চ করতে পারবেন। 
পাচঁ ওয়াক্ত নামায পড়লে আমাদের যে উন্নতি হবে সবার জানা দরকার 

ফজর

  • সুন্দরয্যতা বৃদ্ধি করে।

যোহর

  • আয় রোজগার বৃদ্ধি করে।

আসর

  • স্বাস্থের উন্নতি করে।

মাগরিব

  • টেনশন থেকে মুক্তি দেয়।

এশা

  • আরামদায়ক ঘুম দেয়। 

© আসুন পাচঁ ওয়াক্ত নামায পড়ি, অন্যকে নামায পড়তে বলি। সুন্দর ও সুখী জিবন গড়ি। সবাই ভালো থাকবেন। 
Newer Next Posts

Related Posts

Facebook