© আজকের বিষয়ঃ পাচঁ ওয়াক্ত নামায পড়লে, আমাদের যে উন্নতি হবে সবার জানা দরকার।
- আমরা যারা মুসলিম হিসেবে জন্ম গ্রহন করেছি, মুসলিম হিসেবে আমরা গর্বিত।
- কারণ ইসলাম হলো একটি শান্তির ধর্ম।
- আর বিষয় হলো নামায, মুসলিম হিসেবে নামায আমাদের বাধ্যতামূলক। নামায কিভাবে পড়তে হবে আমাদের আল্লাহর রাসূল প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (সঃ) শিখিয়ে গিয়েছেন।
- এমন একজন দয়াল নবীজি পেয়ে আমরা অনেক ধন্য। অন্য ধর্মাল্বী যারা আছেন আমাদের নবীজি (সঃ) জীবনী জানতে গুগলে সার্চ করতে পারবেন।
ফজর
- সুন্দরয্যতা বৃদ্ধি করে।
যোহর
- আয় রোজগার বৃদ্ধি করে।
আসর
- স্বাস্থের উন্নতি করে।
মাগরিব
- টেনশন থেকে মুক্তি দেয়।
এশা
- আরামদায়ক ঘুম দেয়।
© আসুন পাচঁ ওয়াক্ত নামায পড়ি, অন্যকে নামায পড়তে বলি। সুন্দর ও সুখী জিবন গড়ি। সবাই ভালো থাকবেন।