আজকে দেখাবো কিভাবে আপনার ব্লগে, ফেইসবুকের মত রিয়েক্ট বাটন এড করবেন। যা কমেন্ট করার সময় ব্যবহার করতে পারবেন।
![]() |
ব্লগে যুক্ত করে নিন Comment box এর উপরে Smiley box |
© চলুন শুরু করি কিভাবে সেট করবেন।
- প্রথমে আপনার ব্লগে
Login করুন। - তারপর
dasborad থেকে
Template ক্লিক করুন। - এখন
edit html এ ক্লিক করার পর আপনি অনেক কোড দেখতে পাবেন। এই কোন কিছু করতে যাবেন না।
© আপনার কি বোর্ড থেকে Ctlr+R চাপ দেন। তারপর আপনার কোডিং বক্স ডানপাশে একটি সার্চ বক্স আসবে। এই বক্স আপনি ]]></b:skin> লিখে সার্চ করুন।
<script type='text/javascript'>
//<![CDATA[
var emoRange = "#comments p, div.BSemoWrap",
putEmoAbove = "iframe#comment-editor",
emoMessage = "To insert emoticon you must added at least one space before the code.";
//]]>
</script>
<script src=' http://bloggerspicebd.googlecode.com/files/BSEmoticons.www.bloggerspice.com.js' type='text/javascript'/>
- আপনি সার্চ করার পর আপনি কাংখিত অপশান টি পেয়ে গেলে
]]></b:skin> এর
ঠিক উপরে নিচের কোডটিPaste করে দিন।
/*Widget By http://akrambd26.blogspot.com*/
.BSemoWrap {
background-color:#fff;
width: Auto;
border:2px solid#000000;border-radius:5px; -moz-border-radius:5px; -webkit-border-radius:5px;
padding:10px 14px;
color:black;
font:bold 12px Tahoma,Arial,Sans-Serif;
text-align:center;
}
img.emo, input.BSemoKey {
display:inline-block; /* Penting! */
*display:inline;
vertical-align:middle;
}
input.BSemoKey {
border:1px solid #ccc;
background-color:white;
font:bold 11px Arial,Sans-Serif;
padding:1px 2px;
© এবার একিভাবে </head> লিখে সার্চ করেন, এই অপশানটি পাওয়া গেলে নিচের কোড টি Paste করে দিন।
<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>
<script type='text/javascript'>
//<![CDATA[
var emoRange = "#comments p, div.BSemoWrap",
putEmoAbove = "iframe#comment-editor",
emoMessage = "To insert emoticon you must added at least one space before the code.";
//]]>
</script>
<script src=' http://bloggerspicebd.googlecode.com/files/BSEmoticons.www.bloggerspice.com.js' type='text/javascript'/>
© ব্যাস এবার কাজ শেষ শুধু Save Template দিয়ে বের হয়ে আসেন।
- আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।