-->

পাঁচ কালিমা | আরবি, বাংলা উচ্চারণ, অনুবাদ ও ইংরেজি ব্যাখ্যাসহ

ইসলামের ৫টি কালিমা (Arabic, Bangla, English)

১. কালিমা তাইয়্যিবা

لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

বাংলা উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

বাংলা অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল।

English Meaning: There is no god but Allah, Muhammad is the Messenger of Allah.

২. কালিমা শাহাদাত

أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

বাংলা উচ্চারণ: আশহাদু আল-লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

বাংলা অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সঃ) তাঁর বান্দা ও রাসূল।

English Meaning: I bear witness that there is no god but Allah, He is One and has no partner, and I bear witness that Muhammad is His servant and His messenger.

৩. কালিমা তামজীদ

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيمِ

বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়ালা ইলা-হা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম

বাংলা অর্থ: আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান, এবং মহান আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই।

English Meaning: Glory be to Allah, praise be to Allah, there is no god but Allah, Allah is the Greatest. There is no power and no strength except with Allah, the Most High, the Most Great.

৪. কালিমা তাওহীদ

لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ، أَبَدًا أَبَدًا، ذُوالْجَلَالِ وَالْإِكْرَامِ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

বাংলা উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়া লাহুল হামদু, ইউহই ওয়া ইউমীতু, ওয়াহুয়া হাইইউন লা ইয়ামুতু, আবাদান আবাদা, জুলজালালি ওয়াল ইকরাম, বিয়াদিহিল খইর, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই-ইন কাদীর।

বাংলা অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই। তিনিই জীবন দেন ও মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না। মহিমান্বিত ও সম্মানিত, সমস্ত কল্যাণ তাঁর হাতে এবং তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।

English Meaning: There is no god but Allah. He is One, without any partner. His is the kingdom and to Him is all praise. He gives life and causes death. He is Ever-Living and does not die. All goodness is in His hands and He has power over everything.

৫. কালিমা রুদ্দে কুফর

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ أُشْرِكَ بِكَ شَيْئًا وَأَنَا أَعْلَمُ بِهِ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ بِهِ، تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ وَالْكِذْبِ وَالْغِيبَةِ وَالْبِدْعَةِ وَالنَّمِيمَةِ وَالْفَوَاحِشِ وَالْبُهْتَانِ وَالْمَعَاصِي كُلِّهَا، وَأَسْلَمْتُ وَأَقُوْلُ لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন অ্যান উশরিকা বিকা শাই-আওঁ ওয়া আনা আ‘লামু বিহি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ‘লামু বিহি, তুবতু আনহু ওয়া তাবারর-আতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিজবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামীমাতি ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতানি ওয়াল মা’আসী কুল্লিহা, ওয়াসলামতু ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, এমন কোনো শিরক থেকে যা আমি জেনে করি; এবং আমি ক্ষমা চাই এমন শিরক থেকে যা আমি না জেনে করি। আমি তা থেকে তাওবা করি এবং কুফর, শিরক, মিথ্যা, গীবত, বিদআত, চোগলখোরি, অশ্লীলতা, অপবাদ এবং সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি। আমি ইসলাম কবুল করেছি এবং বলি—আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল।

English Meaning: O Allah! I seek refuge in You from knowingly associating anything with You, and I seek Your forgiveness for that which I do unknowingly. I repent from it, renounce disbelief, polytheism, lies, backbiting, innovation, slander, indecency, false accusation, and all sins. I submit to You and declare: There is no god but Allah, Muhammad is the Messenger of Allah.

Next Posts

Related Posts

Facebook