Image 1 Image 2 Image 3 Image 4
Chrome ব্রাউজারে আপনার ওয়েব সাইটের Address বারটি কীভাবে রঙ করবেন -->

Chrome ব্রাউজারে আপনার ওয়েব সাইটের Address বারটি কীভাবে রঙ করবেন

বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।

টিউটোরিয়ালের বিষয় ঃ Chrome ব্রাউজারে আপনার ব্লগের Address বারটি কীভাবে রঙ করবেন। 


  • এই সিস্টেমের মাধ্যমে , আপনার ভিজিটরদের আকর্ষণ নির্দেশ করবে। 
color address bar
Chrome ব্রাউজারে আপনার ব্লগের Address বারটি কীভাবে রঙ করবেন। 

© চলুন নিয়ম টা দেখে নিই 


  • প্রথমে আপনার ব্লগে Login করুন।
  • তারপর dasboard থেকে EDIT HTML এ ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি কোডিং বক্স আসবে, এখানে আপনি প্রচুুর কোড দেখতে পাবেন। আপনি এই গুলো দেখে গাবরাবেন না। আপনি এই বক্সে এর যেকোন জায়গায় ক্লিক করুন।
  • ক্লিক করার পর আপনার কিবোর্ড থেকে CRTL+F  চাপ দিন, তারপর আপনার কোডিং বক্স এর ডান পাশে, একটা সার্চ দেখতে পাবেন। 
  • এখন ওই সার্চ বক্সে head অপশানটি খুুজুন।
  • এই অপশানটি পাওয়া গেলে ঠিক তার নিচের কোডটি Paste করে দিন। 

আমাদের সাইটের এড্রেস বারটি দেখুন কালার হয়েছে।

color address
Chrome ব্রাউজারে আপনার ব্লগের Address বারটি কীভাবে রঙ করবেন। 

@ Supported For: Chrome, Firefox, OS, Internet Default Browser and Opera.
<!-- Chrome, Firefox OS and Opera -->
    <meta content='#4267b2' name='theme-color'/>
@ Supported For : Windows 
 <!-- Windows Phone -->
    <meta content='#4267b2' name='msapplication-navbutton-color'/>
  • এবার  Save Template দিয়ে বের হয়ে আসেন।
© আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

    Newer Next Posts

    Related Posts

    Facebook

    Image 1 Image 2 Image 3 Image 4